English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

আরো দীর্ঘ হলো ইসরায়েলি সেনা নিহতের তালিকা

- Advertisements -

গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস যোদ্ধাদের হামলায় আরো দীর্ঘ হলো ইসরায়েলি সেনা নিহতের তালিকা। সর্বশেষ আরো নিহত ১২ সেনা নাম প্রকাশ করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মোট ২৫৭ সেনা সদস্য নিহতের তথ্য প্রকাশ করলো ইসরায়েল।

এছাড়াও হামাস যোদ্ধাদের হামলায় দেশটির ৪৮ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ভোরে অতর্কিত ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। তার আগে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে ইসরায়েল কর্তৃপক্ষকে হতভম্ব করে দেয় হামাস।

এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস। এরই মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। সেখানে আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

অন্যদিকে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৫৩৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ছয় হাজার ৬১২ জন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন