শক্তিধর রাষ্ট্র আমেরিকার ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জল্পনা মার্কিন মুলুক ছাপিয়ে সারা বিশ্বেই বিরাজ করছে। নির্বাচনে অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে। এতোটাই এগিয়ে যে ২০০৮ সালের পর আর কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে এতোটা শক্তিশালী দেখায়নি।
তবে সমীক্ষাকে পাত্তা না দিয়ে নিজের আরেকটি চমৎকার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পুনর্নির্বাচনের প্রচারে শেষ মুহূর্তে এসে এমন মন্তব্য করেন তিনি।
মিশিগানের গ্রান্ড র্যাপিডসে জনসমাবেশে তিনি বলেন, আমরা আরেকটি চমৎকার বিজয়ের পথে এগোচ্ছি। আবারও আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি।
২০১৬ সালের নির্বাচনেও একই স্থানে শেষ সমাবেশটি করেছিলেন তিনি। ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে চিত হন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে তিনি বলেছিলেন, নির্বাচনে পরাজিত হলে তিনি রায় মেনে নাও নিতে পারেন। প্রয়োজনে যেতে পারেন উচ্চ আদালতে। এ জন্য প্রস্তুতিও নিয়েছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন