আরও কঠোর অবস্থানে মিয়ানমারের সামরিক সরকার। এবার ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। প্রায় পুরো ইন্টারনেট সেবাই বন্ধ হয়ে গেছে। অন্যান্য সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানায় নেটব্লকস ইন্টারনেট অবজারভেটরি।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার সেনাঅভ্যুত্থানের বিরোধিতা করে দেশটিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমাতে মিয়ানমার সরকার ইন্টারনেট বন্ধ রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, মিয়ানমারে ফেসবুক বন্ধ করা হয়। ফেসবুকের মাধ্যমে আন্দোলন ও বিক্ষোভের আহ্বান ছড়িয়ে পড়ছিল। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টুইটার ও ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে।