English

21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অপপ্রচারকারী: চীন

- Advertisements -

আমেরিকার বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত বলে জানিয়েছে চীন।

বুধবার রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান।

তিনি বলেন, ভুল তথ্যের ওপর আমেরিকার যে রাজ্য গড়ে তুলেছে তা তাদের বন্ধ করা উচিত, কারণ এটি সবাই জানে যে, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অপপ্রচারকারী ও মিথ্যাবাদী সরকার।

ঝাও লিজিয়ান বলেন, মার্কিন রাজনীতিবিদরা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য ছড়ায় অথচ এই ভুল ও মিথ্যা তথ্যের জন্য জীবন দেয় আমেরিকার সাধারণ মানুষ।

আমেরিকার মিথ্যা তথ্যের উদাহরণ হিসেবে ঝাও লিজিয়ান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তখন টিউবে করে আমেরিকা সাদা পাউডার দেখিয়ে জনগণকে ভুল বুঝিয়েছিল যে, সেটি হল গণবিধ্বংসী অস্ত্র এবং কথিত সেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত তুলে ইরাকে আগ্রাসন চালানো হয় যার ফলে কমপক্ষে আড়াই লাখ ইরাকি বেসামরিক নাগরিককে জীবন দিতে হয়েছে।

সিরিয়ার সেনাদের রাসায়নিক হামলা সম্পর্কিত কথিত হোয়াইট হেলমেটের প্রচার করা ভিডিও’র কথা উল্লেখ করে লিজিয়ান বলেন, ওই ভুয়া তথ্য প্রচার করে সিরিয়ার অভ্যন্তরে অত্যন্ত নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১,৬০০ বেসামরিক নাগরিক হত্যা করেছে মার্কিন বাহিনী। অথচ এখনও মার্কিন সরকার ওই হামলাকে ন্যায্য বলে দাবি করে।

চীনা মুখপাত্র বলেন, আমেরিকা করোনাভাইরাস এবং এর উৎপত্তি ও বিস্তার সম্পর্কেও মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এইসব মিথ্যা তথ্য ছড়ানোর কারণে সারাবিশ্বে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা কমে গেছে বলে ঝাও লিজিয়ান মন্তব্য করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন