ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী জানালেন, ‘তিনি রাহুল গান্ধীকে হত্যা করেছেন।’ এই কথায় অনেকে ভড়কে গেলেও সেই কথার ব্যাখ্যা নিজেই দিয়েছেন রাহুল।
দেশব্যাপী ‘ভারত জোড়ো যাত্রায়’ পায়ে হেঁটে নেতৃত্ব দেওয়া রাহুল সাংবাদিকদের জানিয়েছেন তার নিজের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার বর্ণনাতেই নিজেকে নিজে খুন করার কথা বললেন এই কংগ্রেস নেতা।
রাহুল গান্ধী হরিয়ানায় সাংবাদিকদের বলেছেন, ‘রাহুল গান্ধী আপনাদের মনে আছে। আমি তাকে হত্যা করেছি। সে এখানে নেই। আমার মনেও নেই একদম। সে চলে গেছে, চলে গেছে।’
সাংবাদিকরা রাহুলের কাছে জানতে চেয়েছিলেন এই পদযাত্রায় তার ইমেজ কতোটা বদলালো। তখন রাহুল আরও বলেন, ‘আপনি যাকে দেখছেন সে রাহুল গান্ধী নয়। আপনি তাকে দেখতে পারেন কিন্তু বুঝতে পারেন না। হিন্দু শাস্ত্র পড়েন, শিব সম্পর্কে জানেন তবে আপনারা বুঝতে পারবেন। চমকে উঠবেন না। রাহুল গান্ধী আপনাদের মাথায় আছে, আমার না। সে বিজেপির মাথায় আছে, আমার না।’