২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘সবাই চায় আমি আবার নির্বাচন করি।’ এখন নিজেকে বেশ জনপ্রিয় দাবি করে ট্রাম্প বলেন, ‘আমি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সব পুলের সামনের কাতারে আছি। আমি নিকট ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি মনে করে অনেক মানুষ এতে খুশি হবেন।’
২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে হোয়াইট হাউজের দায়িত্ব নেন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে বিদায় নেন।
তবে ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্প ২০২৪ সালে আবারও নির্বাচন করতে চান।