নিউজিল্যান্ডে আবারও করোনাভাইরাস হানা দিয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডের এক বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে। এর প্রেক্ষিতে দেশব্যাপী তিন দিনে লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে এই লকডাউন শুরু হবে।
দেশব্যাপী এই লকডাউন তিন দিন থাকলেও করোনা শনাক্তের শহর অকল্যান্ডে চলমান লকডাউন চলবে আগামী সাত দিন। দেশটির প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাতে বলেন, তাদের ধারণা করোনা শনাক্ত হওয়া ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। যদিও বিষয়টি এখন নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি গত ১২ আগস্ট করোনায় সংক্রমিত হন।
এদিকে করোনার হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ২ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৫৭ জন।