ভারতের উত্তরপ্রদেশে বন্দুকের নল ঠেকিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেখানকার হাথরসে দলিত তরুণীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে; এরই মধ্যে যোগি আদিত্যনাথের রাজ্যে আবারও ধর্ষণের ঘটনা ঘটল।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে দু’জনের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন সেই গ্রামের প্রধান।
পুলিশ বলছে, এক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় ঘটনাটি ঘটেছে। কিন্তু পুলিশের কাছে খবর এসেছে গতকাল রবিবার।
তরুণীর পরিবার জানিয়েছে, তাদের মেয়ে বাড়িতে একা ছিল। দরজা ভেঙে ঘরে ঢুকে যায় দু’জন। উভয়েই ধর্ষণ করেছে তাকে। অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে লাম্পট্য করা হয়েছে।
এমনকি কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তারা। অভিযোগের ব্যাপারে শুনেই, অভিযুক্ত দু’জনই পালিয়ে গেছে। তাদের আটকের ব্যাপারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন