আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ মন্দিরে হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ জুন) এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা’র।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করেছিল। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই সেটির বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
কাবুলের নিরাপত্তা বাহিনীর কমান্ডারের মুখপাত্র জানান, সেনারা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং আক্রমণকারীদের হাত সুরক্ষিত করা হয়েছে। ‘ক্লিয়ারিং অপারেশন’ বা অভিযানের সময় একজন শিখ উপাসক এবং একজন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানান তিনি।
এদিকে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।