আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি উদ্যোগ গ্রহণে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। সেখানকার নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর আল-জাজিরার।
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলন নিয়ে কাজ করা এই নারী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনেক কিছু করার রয়েছে। আফগানিস্তানের জনগণকে রক্ষার জন্য অবশ্যই ‘শক্তিশালী পদক্ষেপ’ নিতে হবে।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন মালালা। তিনি বলেন, সেখানে আসলে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। তাদের সাহায্য–সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, আফগানদের সাহায্য করতে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিবিসির নিউজনাইটে মালালা বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে, বিশেষ করে সেখানকার নারী ও মেয়েশিশুদের নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি বলেন, দেশটির পরিস্থিতি জানতে সেখানকার অধিকারকর্মীদের সঙ্গে কথা হয়েছে। ওই অধিকারকর্মীরাও তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এখনো নিশ্চিত নন যে তাঁদের জীবনযাপন কোন দিকে যাচ্ছে।
মালালা বলেন, আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া, তাদের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছেন তিনি।
এর আগে তালেবান কাবুল দখল করলে মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘তালেবানের এই আফগানিস্তান দখল অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে হলো।’