আফগানিস্তানে তালেবান নীতি পুলিশ নারীদের ওপর অত্য়াচার চালাচ্ছে। সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যত দিন যাচ্ছে আফগানিস্তানে নারীদের ওপর অত্যাচারের পরিমাণ বাড়ছে।
এ বিষয়ে তালেবান দাবি করে বলেছে, সমাজ সংস্কারের লক্ষ্য়েই এমন কাজ করা হচ্ছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সার্বিকভাবে দেশটিতে একটি আতঙ্কের সৃষ্টি করা হয়েছে। মেয়েরা কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। বাড়ির বাইরে বের হলেও নির্দিষ্ট পোশাক পরতে হবে। এ ছাড়া তারা কোনো পার্কে গিয়েও সময় কাটাতে পারবেন না। কারণ, নীতি পুলিশ মনে করে, এটা ইসলাম-বিরোধী কাজ।
মেয়েদের কাজের পরিসর অনেক আগেই খর্ব করা হয়েছিল। তালেবানের বক্তব্য়, পুরুষ সঙ্গী নারীকে সুরক্ষা দিতে পারে, সে কারণেই এই নিয়ম তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নাপিতদের চুল কাটার নির্দিষ্ট নিয়ম বলে দেওয়া হয়েছে। শুধু নারী নয়, পুরুষেরাও যাতে পশ্চিমা কায়দায় চুল না কাটে, সে দিকে লক্ষ্য় রাখতে বলা হয়েছে। পশ্চিমা কায়দায় চুল কাটলে শাস্তি দেওয়া হবে। তালেবানের দাবি, জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা একেবারেই পশ্চিমা ভাবাদর্শ থেকে তৈরি। এই প্রতিবেদন ইসলামিক সংস্কৃতির পরিপন্থি।