আফগানিস্তানে চলমান লড়াইয়ে গত তিনদিনে কমপক্ষে ২৭ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে, আহতদের মধ্যে রয়েছে আরও ১৩৬ অপ্রাপ্তবয়স্ক।
সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ পরিসংখ্যান প্রকাশ করে। বলা হয়, আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেছে তালেবান। উল্টো শিশুদের ওপর বাড়াচ্ছে সহিংসতার পরিমাণ। ইউনিসেফের তথ্যানুসারে, কান্দাহার, খোস্ত ও পাকিতা শহরে সবচেয়ে ঝুঁকির মুখে শিশুরা। বেশিরভাগই দু’পক্ষের গোলাগুলি বা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।সংঘাতপূর্ণ এলাকায় সুষ্ঠু চিকিৎসার অভাবে ভুগছে আহতরা। ইউনিসেফের শঙ্কা, এর ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।
গত মাস থেকে চলমান লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি বেসামরিক আফগান। অন্যদিকে, ঘানি সরকারের দাবি, অভিযানে নিহত কমপক্ষে ৪শ’ তালেবান সদস্য।