আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দুটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
একটি সূত্র জানিয়েছে, ধারাবাহিকভাবে পাঁচটি বিস্ফোরণের সময় এসব হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পেয়েছেন বলে জানান তিনি।
আরেক সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছে। তালেবানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
তবে এখন পর্যন্ত হামলার ব্যাপারে কোনো পক্ষ দায় স্বীকার করেনি।
এর আগে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পরে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী আইএস-কে।