অসুস্থ থাকার কারণে আদালতের সময় কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি। তার আইনজীবী বলেছেন, এখন প্রতি সপ্তাহে আদালতে শুনানি হচ্ছে। কিন্তু সুচি অসুস্থ। তাই আদালতের কার্যক্রম প্রতি দুই সপ্তাহে একবার করার অনুরোধ করেছেন তিনি। তার বিরুদ্ধে ক্ষমতা কেড়ে নেয়া সামরিক জান্তা অনেক অভিযোগ উত্থাপন করেছে। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, ৭৬ বছর বয়সী এই নেত্রী অবৈধভাবে ওয়াকিটকি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত অনেক অভিযোগের মুখোমুখি। তার আইনজীবী খিন মুয়াং জাওয়া বিবৃতিতে বলেছেন, প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে দিতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এ বছর ১লা ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে আটকে রেখেছে সামরিক জান্তা।মাথা ঘোরাসহ নানা সমস্যার কারণে তিনি গত মাসে একবার আদালতে উপস্থিত হতে পারেননি। খিন মুয়াং জাওয়া বলেছেন, সুচি সুনির্দিষ্ট কোনো অসুখে ভুগছেন না। কিন্তু আদালতে হাজিরা দিতে দিতে তিনি ক্লান্ত। বয়সের কারণে পুরো সপ্তাহ আদালতে প্রতিদিন হাজির থাকা সম্ভব হচ্ছে না।
ওদিকে সুচির এসব মামলার যখন শুনানি চলছে, তখন দেশের মানবাধিকার বিষয়ক পরিস্থিতিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পঙ্গু হয়ে পড়েছে ব্যাংকগুলো। লাখ লাখ শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। অন্যদিকে চলছে শান্তিপূর্ণ গণঅসন্তোষ। এ নিয়ে সামরিক জান্তা ও অভ্যুত্থানবিরোধীদের মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে। সেভ দ্য চিলড্রেনের মতে, পুরো দেশের দুই লাখ ছয় হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার শিশু। তাদের অনেকে পর্যাপ্ত খাদ্য ছাড়াই জঙ্গলে বসবাস করছে এই বৃষ্টির মৌসুমে।