২০১৭ সালে ভারতের গোয়ায় এক বিদেশি নারীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আসামিকে আট বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত।
সোমবার বিকট ভগত নামে ৩১ বছরের ওই যুবককে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ-খুনের ঘটনায় সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছিলেন বিকট।
আট বছর ধরে দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পর সম্প্রতি বিকটকে দোষী সাব্যস্ত করেছে গোয়ার মারগাঁও জেলা দায়রা আদালত। বিকটের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও চুরি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়, যার সব কয়টিই আদালতে প্রমাণিত হয়েছে।
২০১৭ সালে ভারতে ঘুরতে এসেছিলেন বছর ২৮-র ওই বিদেশি নারী। ভারতে এসে গোয়ার একটি হোটেলে উঠেছিলেন তিনি। এর দিন কয়েক পরেই গোয়ার কানকোনা এলাকার একটি নির্জন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, নিহতের মুখে, মাথায় এবং ঘাড়ে গভীর ক্ষত ছিল। সারা শরীরে ছিল ধস্তাধস্তির চিহ্ন। ময়নাতদন্তে ধর্ষণেরও প্রমাণ মেলে।
এর পরেই ধর্ষক-খুনির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। তদন্তে নেমে বিকটের খোঁজ পান তদন্তকারীরা। তার জামায় এবং বাইকে নিহত তরুণীর রক্তের দাগ ছিল।