ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে রোববার (১৪ জানুয়ারি)। তার আগেই বড় ধাক্কা কংগ্রেসে। হাত শিবির ছাড়লেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। এদিনই তার শিব সেনার শিণ্ডে শিবিরে যোগ দেওয়ার কথা। এর পরই রাহুল গান্ধীকে খোঁচা বিজেপির। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর বলেন, আগে দলের নেতাদের সঙ্গে ন্যায় করুন।
মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ৫৫ বছরের। সেকথা স্মরণ করিয়ে এদিনে এক্স হ্যান্ডলে নেতা লেখেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক এখানেই শেষ। আমি সব নেতা, সতীর্থ দের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার প্রতি এত বছর ধরে সমর্থন জানিয়েছেন।