চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এছাড়া চীনে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনেরও অভিযোগ রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ ও উইঘুর নিপীড়নের মতো নানা ইস্যুতে মতবিরোধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইই্উ) সঙ্গে বাণিজ্য সংলাপে বসতে যাচ্ছে বেইজিং।
আজ মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে এই সংলাপের কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই সংলাপে উভয় পক্ষের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি প্রাধান্য পেতে পারে।
গতকাল সোমবার এক টুইট বার্তায় ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস বলেছেন, ১৯ জুলাই ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যকার উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ হবে। এটি হবে উভয় পক্ষের মধ্যে এ ধরনের নবম সংলাপ।
পশ্চিমা কূটনৈতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবারের আয়োজনটি হবে ভার্চুয়াল ফরম্যাটে। বেইজিংয়ের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে এ ধরনের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল অষ্টম সংলাপ।