অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ঝড়ের আঘাতে বড় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আছে লাখো মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২৫ ও ২৬ ডিসেম্বর দেশটির পূর্ব উপকূলে ভয়াবহ ঝড় আঘাত আনে। মৌসুমি বৃষ্টি ও ঝড়ো বাতাসে নদীগুলো প্লাবিত হয়ে যায়। ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিজবেনে থাকতো মেয়েটি। সেখানে ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে আরও দুই নারীর।
গিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেন, ‘বড়দিনের সময় এই অঞ্চলের পরিবারগুলোর জন্য ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে।’
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ব্রিসবেনের কাছে সমুদ্রে নৌকাডুবিতে ১১ জন সাগরে তলিয়ে গেছে। বুধবার পুলিশ জানায়, ১১ জনের মধ্যে আটজনকে উদ্ধার করতে পেরেছেন তারা; বাকি তিনজনের মৃত্যু হয়েছে।