ইসরায়েলের সব প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গত শনিবার হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর প্রশ্ন ওঠে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অবেশেষে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করলো ইসরায়েলি সেনাপ্রধান।
ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, দেশ ও নাগরিকদের রক্ষার দায়িত্ব সেনাদের, কিন্তু সেটা ওই দিন সম্ভব হয়নি।
তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো ও তদন্ত করবো। কিন্তু এখন সময় যুদ্ধের।
এদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে হামাসের হামলা ঠেকাতে ভূমি থেকে হামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সংঘাত দীর্ঘ করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস।
নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে গাজায়ও। সেখানে নিহতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়িয়েছে।