ভারতে কাজের চাপে ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যুতে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে দেশটির কাজের পরিবেশ ও সংস্কৃতি নিয়েও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত জুলাই মাসে অ্যানা সেবাস্তিযান নামে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মারা যান। তিনি আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ে (ইওয়াই) চাকরি করতেন। মৃত্যুর পর অ্যানার বাবা-মা জানিয়েছেন, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মেয়ে। এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে ইওয়াই থেকে এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অ্যানা বাকি সবার মতোই কাজ করতো। এতে তার মৃত্যু হওয়ার কথা না।
অ্যানার মৃত্যুতে ভারতের করপোরেট কালচার নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন কোম্পানি ও স্টার্টআপ কর্মীদের যে ভয়াবহ চাপে রাখে সেই বিষয়টি সামনে চলে এসেছে। কেউ কেউ বলছেন, এই সংস্কৃতির কারণে অনেকে বোনাসের আশায় কিংবা কর্তৃৃপক্ষের চাপে বেশি কাজ করছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে।
গত সপ্তাহে অ্যানার মায়ের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, কীভাবে কোম্পানি তার মেয়েকে চাপ দিচ্ছিল। প্রায়ই তাকে ছুটির দিনে কাজ করতে হতো, লেট নাইটে কাজ করতে হতো। তিনি এই কাজের পরিবেশের সংস্কার করার অনুরোধ করেছেন।