English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
- Advertisement -

অনুমতি ছাড়া ভিডিও করায় বৃদ্ধকে মারধর

- Advertisements -

চলন্ত ট্রেনে বিনা অনুমতিতে ভিডিও করার অভিযোগে এক বৃদ্ধতে মারধর করেছেন তরুণী।ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে ঘটেছে এই ঘটনা। মারধরের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে নারীদের এই ধরণের অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তরুণীর ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক ট্রেন যাত্রীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন এক কলেজছাত্রী। সঙ্গে একের পর এক চড় মারছেন তিনি। মালদার গাজোলের বাসিন্দা ওই ছাত্রী জানিয়েছেন, নবদ্বীপ এক্সপ্রেসে বালুঘাটে যাচ্ছিলেন তিনি।

ট্রেনে ঠিক তার উলটো দিকের আসনে বসেছিলেন ওই ব্যক্তি। অনেকক্ষণ ধরে তরুণীর ভিডিও করছিলেন তিনি। তখনই হাতে নাতে তাকে ধরে ফেলেন তরুণী। দেখা যায় প্রায় ৩০ মিনিট ধরে তরুণীর ভিডিও করছিলেন তিনি। এর পরই ফোনটি ছিনিয়ে নিয়ে একের পর এক চড় মারতে থাকেন ওই নারী। ট্রেন বালুরঘাটে পৌঁছলে কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ জানান তিনি।

ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসা একজন সহযাত্রী অভব্য আচরণ করছিলেন, শুধু তাই নয় বোনটির ভিডিও রেকর্ডিংও করছিলেন।

বোনটি অত্যন্ত সাহসিকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন। আমি বোনটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্ণিশ জানাই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন