আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না দিল্লি কর্তৃপক্ষ। এ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তারা। এর মধ্যে বেশিরভাগ কাজ স্বাভাবিক লাগলেও কিছু অভূতপূর্ব বা অভিনব পদক্ষেপও দেখা যাচ্ছে সেখানে। যেমন- রাস্তার ধারে হনুমানের কাটআউট লাগানো, কিংবা হনুমানের ডাক নকল করতে পারে এমন লোক ভাড়া করা।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জি-২০ সম্মেলন সামনে রেখে শহরের সৌন্দর্যবর্ধনে ৬ লাখ ৭৫ হাজার ফুল ও রঙিন পাতার গাছ লাগিয়েছে দিল্লি সরকার। রাস্তা, গোলচত্বর, সম্মেলনস্থল, হোটেল এবং জি২০ সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্কিত এলাকাগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলগাছ, বসানো হয়েছে রঙিন টব। এছাড়া, রাজঘাট মেমোরিয়াল কমপ্লেক্সে বসানো হয়েছে ১১৫ ফুট দীর্ঘ ভারতের জাতীয় পতাকা।