ইউরোপের দুই-তৃতীয়াংশ এলাকা খরা সতর্কতার মধ্যে রয়েছে। এটাকে গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা হিসেবে অভিহিত করছে গ্লোবাল ড্রাউট অবজারভেটরি।
সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশ এলাকা ‘সতর্কতা’ অবস্থায় রয়েছে, সেখানকার মাটি শুকিয়ে গেছে। এছাড়া মহাদেশটির আরও ১৭ শতাংশ এলাকার গাছপালা ‘স্ট্রেসের (চাপের) মধ্যে রয়েছে।
ইউরোপের দক্ষিণাঞ্চলে খরা মৌসুম আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। যার ফলে সেখানে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত এবং দাবানল ছড়িয়ে পড়তে পারে।
বিবিসি বলছে, পূর্ববর্তী পাঁচ বছরের গড়ের তুলনায় চলতি বছর ইউরোপে ভুট্টার ফলন ১৬ শতাংশ, সয়াবিনের ফলন ১৫ শতাংশ এবং সূর্যমুখীর ফলন ১২ শতাংশ কম হয়েছে।
গ্লোবাল ড্রাউট অবজারভেটরির সর্বশেষ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশন সতর্ক করে বলেছে, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে–বর্তমান খরা অন্তত গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছে।