মহামারী করোনাভাইরাসের কারণে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট কমে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের বিমানসংস্থাগুলো। আর্থিক সঙ্কটে পড়ে এবার ৪৮ পাইলটকে ছাঁটাই করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ১৩ আগস্ট থেকে এসব পাইলটের ছাটাই কার্যকর করা হয়েছে।
এরইমধ্যে চাকরিচ্যুতির ঘোষণা সংবলিত চিঠি পাইলটদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যাদের বাদ দেওয়া হয়েছে তাদের কয়েকজন গত বছর চাকরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে।এর এক সপ্তাহ আগেই টুইটারে এয়ার ইন্ডিয়া ঘোষণা দিয়েছিল, কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না। কিন্তু এবার এয়ার ইন্ডিয়া জানিয়েছে, করোনার কারণে তৈরি হওয়া সঙ্কটে কোম্পানির বিশাল ক্ষতি হয়েছে। তাই কর্মীদের বেতন-ভাতা পরিশোধের সামর্থ্য এয়ার ইন্ডিয়ার নেই।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন