English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

৪০০ অভিবাসী নিয়ে সমুদ্রে ভাসছে নৌকা!

- Advertisements -
প্রায় ৪০০ অভিবাসীবাহী নিয়ে একটি নৌকা গ্রীস এবং মাল্টার মধ্যে ভাসছে। অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা রবিবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে। উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসী নৌকাগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও তারা জানায়।
Advertisements

অ্যালার্ম ফোন টুইট করে জানিয়েছে, ভেসে থাকা ওই নৌকা থেকে ফোন পেয়ে তারা কতৃপক্ষকে জানায়। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি বলেও তারা জানায়।

অ্যালার্ম ফোন বলেছে নৌকাটি এখন  মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে। জার্মান একটি এনজিও ‘সি-ওয়াচ ইন্টারন্যাশনাল’ তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, কাছাকাছি দুটি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে তারা। তারা আরো জানায়, মাল্টিজ কর্তৃপক্ষ নৌকাগুলোতে থাকা অভিবাসীদের উদ্ধার না করার নির্দেশ দিয়েছে এবং  নৌকাগুলোর মধ্যে শুধু একটিকে জ্বালানি সরবরাহ করার নির্দেশ দিয়েছে। এই বিষেয়ে মাল্টিজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকায় থাকা অভিবাসীরা বেশ আতঙ্কিত ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। নৌকাটিতে কোনো জ্বালানি নেই। এছাড়া নৌকার নিচের ডেকটিতে পানি ঢুকে গেছে। নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ নেই বলে জানায় অভিবাসীরা।

অন্য জার্মানির রেস্কশিপ এনজিও বলছে, রবিবার ভূমধ্যসাগরে একটি পৃথক জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছে। এনজিওটি উদ্ধার অভিযানের সময় ২৫ জনকে পানিতে পেয়েছিল। সংস্থাটির কর্মীরা ২২ জনকে জীবিত এবং দুই জনকে মৃত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তবে তারা বলছে আরো ২০ জন পানিতে ডুবে যায়।

এর আগে গত সপ্তাহে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর জিও ব্যারেন্টস জাহাজের মাধ্যমে উত্তাল সমুদ্রে ১১ ঘণ্টার জটিল অভিযান শেষে মাল্টা উপকূল থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন