English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

‘হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে’

- Advertisements -

কর্ণাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের মধ্যে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বললেন, ‘হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ’

সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি রবিবার নেট মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা শাসক, চিকিৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন। ’

সভায় উপস্থিত একদল মানুষের উদ্দেশে আসাদউদ্দিন বলেন, ‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়।

তিনি যোগ করেন, ‘তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন। ’

এ নিয়ে সাংবাদিকরা বিশদ প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদমাধ্যমের সামনে আর কিছু বলতে চাননি ওয়েইসি। অন্যদিকে তাঁকে কটাক্ষ করে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দীনেশ শর্মা দাবি করেন, এভাবে উত্তর প্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন