মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন রাশিয়ার বহুজাতিক তেল কম্পানি লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল মাগানভ। একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কম্পানিটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে তিনি গুরুতর অসুস্থতায় মারা গেছেন।
রাশিয়ান গণমাধ্যম জানিয়েছে, মাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তারা ঘটনাস্থলে কাজ করছে।
এদিকে রুশ সংবাদ সংস্থা টিএএসএস এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ষষ্ঠ তলার জানালা দিয়ে তিনি পড়ে গিয়েছিলেন এবং এটি একটি আত্মহত্যা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার কিছুদিনের মধ্যেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল লুকঅয়েল। দুই বছর আগে লুকঅয়েল কম্পানির চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন মাগানভ। ১৯৯৩ সালে তিনি এই কম্পানির সাথে যুক্ত হয়েছিলেন।
গত মে মাসে লুকঅয়েলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলেক্সান্দার সাবোতিনও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন।