আগামী রবিবার হংকং সীমান্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছে চীন। ৩ বছর ধরে চলা করোনা বিধির সমাপনী টানার উদ্যোগ হিসেবেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
এতোদিন চীনের মূল ভূখণ্ড থেকে একরকম বিচ্ছিন্নই ছিল হংকং।
এখন কোনো রকম কোয়ারেন্টাই ও করোনা টেস্ট ছাড়াই হংকংয়ের বাসিন্দারা চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবে। এর সাথে ধীরে ধীর সব ধরনের যোগাযোগ স্বাভাবিক করে দেওয়া হবে বলেই জানিয়েছে, চীনের হংকং ও ম্যাকাও বিষয়ক দপ্তর।
৮ জানুয়ারি থেকে আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এছাড়া বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধিও শিথিল করা হবে এ দিন থেকে।