হংকংয়ের নতুন নেতা হিসেবে জন লির নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। রুদ্ধদ্বার ভোটিং প্রক্রিয়ায় তিনি নির্বাচিত হয়েছেন। আগামী জুলাইয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
জন লি বিদায়ী প্রধান নির্বাহী ক্যারি লামের স্থলাভিষিক্ত হবেন। ২০১৭ সাল থেকেই এ দায়িত্ব পালন করেছেন লাম। চলতি বছর তিনি নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দেন।
বিবিসি জানিয়েছে, প্রায় ১৫০০ সদস্যদের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা হংকংয়ের প্রধান নির্বাহীকে নির্বাচিত করেন। তাদের বেশিরভাগই বেইজিংয়ের প্রতি অনুগত।
উল্লেখ্য, লি ২০২১ থেকে প্রধান সচিবের দায়িত্বে ছিলেন এবং এটি হংকং সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পদ। ২০১৭-২০২১ পর্যন্ত তিনি নিরাপত্তা সচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত হংকংয়ের নতুন নেতা পুলিশের উপকমিশনারের দায়িত্বে ছিলেন।