সৌদি আরব নেতৃত্বাধীন জোট সম্প্রতি ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় হুথিদের লক্ষ্য করে ৩৫টি হামলা চালায়। এসব হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আরব নিউজ।
গত বৃহস্পতিবার সৌদি আরব নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় ধ্বংস করা হয়েছে হুথিদের ২৪টি সামরিক যান।
ইয়েমেনের মারিবে সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার মানুষ মারা গেছেন। নিহতরা সবাই হুথি বিদ্রোহী বলে দাবি করেছে জোট।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন