মিয়ানমারে সম্প্রতি দুই দিনের সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দেশটিতে গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর ভারতের বড় পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই ছিল প্রথম সফর।
এ সফরে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চির সাথে বৈঠকের জন্য অনুরোধ করেছিল ভারত। তবে সেই অনুরোধে সাড়া দেয়নি মিয়ানমারের সামরিক নেতৃত্ব। ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করেছে। সু চির সঙ্গে বৈঠক করতে না পারলেও তার দলের নেতার সঙ্গে দেখা করেছেন শ্রিংলা।
গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পরপরই সু চি আটক হন। চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের একটি আদালত সু চিকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। পরে তার সাজা কমিয়ে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে ভারত কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিল।