English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সিনেটের সিদ্ধান্ত মানে না নওয়াজের দল, নির্বাচন হবে যথাসময়ে

- Advertisements -

পাকিস্তানে আসন্ন নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সংসদের সিনেট বা উচ্চকক্ষ। নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সিনেটে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন এক স্বতন্ত্র সদস্য। তবে এটি মানার ক্ষেত্রে কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

এমন পরিস্থিতিতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ইনফরমেশন সেক্রেটারি মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, প্রস্তাবের পেছনে যেই থাকুক না কেন দেশে নির্বাচন তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ জানুয়ারি) লাহোরে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির হওয়ার পরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, সাবেক তথ্যমন্ত্রী বলেন যে পিএমএল-এনই একমাত্র দল যারা এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

মরিয়ম আওরঙ্গজেব বলেন, অন্যদল কাঁন্নাকাটি করলেও নির্বাচন ৮ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এই প্রস্তাবের পেছনে রয়েছে বলেও অভিযোগ করে তিনি।

তিনি আরও বলেন, পিটিআই একটি সুচিন্তিত পরিকল্পনার অধীনে প্রথমে লাহোর হাইকোর্টে (এলএইচসি) যোগাযোগ করেছিল ও পরে সিনেটে প্রস্তাব নিয়ে আসে।

অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

জানা গেছে, আসন্ন নির্বাচনে বিলাওয়াল লাহোর এনএ-১২৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক ও পিটিআই সমর্থিত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন