English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করলেন দেব

- Advertisements -

বিকেল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে এক লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করেছেন তিনি।

দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেব লেখেন, ‘গ্র্যাটিটিউড’। এর বাংলা হলো ‘কৃতজ্ঞতা’।

সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই এ কথা লিখেছেন তিনি।

২০১৪ ও ২০১৯ সালে পর পর দুইবার ঘাটাল থেকে জিতেছেন দেব। তার বিরুদ্ধে নির্বাচন করছেন হিরণ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব-হিরণের সম্পর্ক কারো অজানা নয়।

সেটাই কাজে লাগানোর চেষ্টা করে পদ্মশিবির। কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল, তা মোটামুটি পরিষ্কার। আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ।

দেব ও হিরণ দুজনেরই স্বতন্ত্র ভাবমূর্তি রয়েছে সিনেমা জগতে।

কিন্তু রাজনীতির ময়দানে তাদের জায়গা বদলে গেছে। এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবেই আস্থা রাখল ঘাটালের মানুষ। ঘাটালে ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব। হিরণ পেয়েছেন ৪০ শতাংশের মতো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন