লিথুনিয়ায় হামলার শিকার হয়েছেন রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির দীর্ঘদিনের সহযোগী লিওনিড ভলকোভ। গতকাল মঙ্গলবার রাতে হাতুড়ি ও টিয়ার গ্যাস দিয়ে তার ওপর হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে লিথুনিয়ার পুলিশ।
নাভালনির দলের আরেকজন সদস্য ইভান ঝানোভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভলকোভের আহত ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তার বাম পা রক্তাক্ত হয়ে আছে। তিনি জানান, সবকিছু নীরবে হয়েছে। নিঃসন্দেহে এটি রাজনৈতিক হামলা। কোনো সন্দেহ নেই।
ভলকোভের স্ত্রী জানান, তার স্বামী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার এক হাত ভেঙে গেছে। পায়ে হাতুড়ির আঘাতের কারণে হাঁটতে পারছেন না। তিনি বলেনম ‘আসরা এখন আরও কাজ করবো। আরও ক্ষুব্ধ হয়ে কাজ করবো।’
নিরাপত্তার কারণে রাশিয়ার বাইরে থাকছেন ৪৩ বছর বয়সী ভলকোভ। রাশিয়ায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা রয়েছে। নাভলানরি দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি।