টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের রিসার্চ রিপোর্টে উঠে এলো চমকপ্রদ তথ্য। ভারতে সাপের কামড়ে মৃতের অর্ধেক পশ্চিমবঙ্গের।
প্রতিবছর প্রায় ৪৬ হাজার ব্যক্তির মৃত্যু হয় বিষধর সাপের কামড়ে ভারতে। এরমধ্যে অর্ধেক পশ্চিমবঙ্গে। এই সমীক্ষায় আরও বলা হয়েছে যে, সাপের দংশনের পর মাত্র ২০ থেকে ৩০ শতাংশ হাসপাতালে যায় চিকিৎসার জন্য।
বাকিরা ওঝা, গুণীন কিংবা হাতুড়ে ডাক্তারদের হাতে প্রাণ হারায়। রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ওড়িশা, বিহার, উত্তরাখন্ড, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরায় এই সমীক্ষা চালানো হয়।
আটকোটি ৪০ লক্ষ লোকের এই সমীক্ষায় উঠে এসেছে যে, পশ্চিমবঙ্গের দুটি জেলা সর্পসংকুল। বেশিরভাগ মৃত্যু ঘটে চন্দ্রবোড়া সাপের কামড়ে।