English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে: যুক্তরাজ্য

- Advertisements -

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর থেকে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস বলেছেন, ‘ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন একটুও কমবে না এবং রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে।’ ব্রিটিশ মন্ত্রিসভার সোমবারের বৈঠকের বিবরণীর বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনের প্রতি সমর্থন কখনোই তুলে নেবে না। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা পাইপলাইনে আছে। ইউক্রেনের ভবিষ্যত পুনর্গঠনে বৈশ্বিক মিত্র দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাজ্য।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও ইউক্রেনের প্রতি তাঁর দেশের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কি যেনতেন শান্তি চুক্তির জন্য চাপ দিচ্ছেন না। যেনতেনভাবে চুক্তি করা হলে তা বেশি দিন টিকবে না। যেখানে পুতিনের অতর্কিত আগ্রাসনকে দায়মুক্তি দেওয়া হবে, এমন যেকোনো প্রস্তাব প্রত্যাখান করতে হবে বিশ্বনেতাদের।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন