ইউক্রেন বাহিনী তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার বিমানকে ভূপাতিত করেছে।
শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে এ সাফল্যের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মাস ধরে চলমান যুদ্ধে এ আক্রমণকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন জেলেনস্কি ও সংশ্লিষ্টরা।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়ে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
তবে দেশটির ব্লগাররা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। সমর বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ফাইটার জেটগুলো ভূপাতিত করা হতে পারে।
তবে যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদসংস্থা রয়টার্স।
ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন, “আজ (শুক্রবার) দুপুরে দক্ষিণ অঞ্চলে তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমানকে ‘মাইনাস’ করা হয়েছে “
বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত জাতীয় টেলিভিশনে একে ‘সুপরিকল্পিত অপারেশন’ বলে বর্ণনা করেছেন।