ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার যে লক্ষ্যে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মাগাজি শরণার্থী ক্যাম্প রয়েছে। এই অঞ্চলটি ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রণ করে। তারা ইসরায়েলি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, তাদের যুদ্ধবিমান মধ্য গাজা উপত্যকায় হামাসের স্থাপনায় আঘাত হেনেছে। ওই অঞ্চল থেকে রকেট ছোড়া হয় বলে দাবি করে তিনি বলেন, রকেট হামলার জবাবেই এই বিমান হামলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজা থেকে চারটি রকেট ছোড়া হয়। কিন্তু এর মধ্যে তিনটি রকেট ইসরায়েলের ভূমিতে পৌঁছায়নি। অন্য একটি রকেট ইহুদিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকায়। তবে ফিলিস্তিনের কোনো পক্ষ রকেট হামলার দাবি করেনি। ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।