নিজের বক্তব্যে যৌনতার বিপুল স্তুতি করেছেন পোপ। যদিও যৌনতা নিয়ে আগেও প্রকাশ্যে আলোচনা করেছেন পোপ ফ্রান্সিস। এবারও করলেন এবং একটু গভীরে গিয়েই করলেন।
পোপের মতে, যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কমই আছে! পোপ বলেছেন, যৌনতা দারুণ বিষয়। মানবজীবনে কোনো অপূর্ব জিনিস যদি ভগবান দিয়ে থাকেন, তবে সেটা হলো যৌনতা। স্বমেহন নিয়েও মন্তব্য করেছেন পোপ।
বলেছেন, নিজেকে যৌনতার বৈভবের মাধ্যমে প্রকাশ করার মধ্যে একধরনের গৌরব রয়েছে। কিন্তু সেই পথ থেকে সরে এসে কেউ যদি এর বিপরীত ভাব প্রকাশ করে, তাহলে যৌনতার মাধুর্য ও বৈভবকে খাটো করা হয়।