আজারবাইজান বিরুদ্ধে নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ চলছে আর্মেনিয়ার। হার মানতে রাজি নয় কোনও পক্ষই। এমন পরিস্থিতিতে যুদ্ধ ভয়াবহতার তিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন দুর্দিনে পিছিয়ে নেই আর্মেনিয়ার নারীরাও, দেশের হয়ে যুদ্ধের জন্য সেনাবাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে আর্মেনিয় নারীরা।
জানা গেছে, সেনাবাহিনীতে যোগ দিতে বৃহস্পতিবার কয়েক ডজন নারী সেনাবাহিনীর একটি রিক্রুটমেন্ট সেন্টারে হাজির হন। রাজধানী ইয়েরেভানে ওই রিক্রুট সেন্টারে কয়েকজন নারীর সাক্ষাৎকার নেয় স্থানীয় গণমাধ্যম। ওই নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে সেন্টারটিতে হাজির হয়েছিলেন।
পুলিশের একজন লে. কর্নেল হারুতউন হাকোবইয়ান বলেছেন, ইতোমধ্যেই ৯৮ জন নারীকে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে। ফ্রন্টলাইনে যেতে আরও অনেক নারী আবেদন করছে। আরও প্রায় ৪০০ নারীকে মোতায়েন করা হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন