অদ্ভুত এক উপায়ে চোর ধরলো চীনের পুলিশ। চোর হানা দেওয়া একটি বাড়ির দেওয়ালে লেগে থাকা মৃত মশার শরীর থেকে রক্ত সংগ্রহ করে তার মাধ্যমেই চোরকে খুঁজে বের করেছে তারা।
জানা যায়, গত ১১ জুন ফুজিয়ান প্রদেশের ফুঝৌ শহরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা বাড়িটিতে পৌঁছে দেখে, দরজা ভেতর থেকে আটকানো। অর্থাৎ, চোর বারান্দা দিয়ে ভেতরে ঢুকেছিল। বাড়িটি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গেছে।
তবে ঘরের পরিস্থিতি দেখে পুলিশ বুঝতে পারে, চোর সারারাত সেখানেই ছিল। তারা রান্নাঘরে কিছু নুডলস ও ডিমের খোসা দেখতে পায়।
সেখানে মশা মারতে ব্যবহৃত কয়েলের অংশ এবং দেওয়ালে মৃত মশা ও তার সঙ্গে রক্তের ছোপও খুঁজে পাওয়া যায়।
ওই রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। তাতে দেখা যায়, নমুনাটি চাই নামে এক সন্দেহভাজন আসামির। ঘটনার ১৯ দিন পরে অপরাধীকে গ্রেফতার করে পুলিশ।