English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মাঝ আকাশে কী ঘটেছিলো সিঙ্গাপুুরের সেই উড়োজাহাজটিতে?

- Advertisements -

বৈরি পরিস্থিতির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। এতে এক জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।

লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে আসা বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে নিতে বাধ্য হন চালকরা। স্থানীয় সময় পৌনে চারটায় বিমানটি ব্যাংককে অবতরণ করে।

জানা গেছে, মাঝ আকাশে তীব্র-ঝাঁকুনির কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইটটি। বার্তা সংস্থা রয়টার্সকে বিমানের এক যাত্রী  জানিয়েছেন, আকস্মিক ঝোড়োগতির বাতাসের সময় বিমানের ভেতরের ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।

২৮ বছর বয়সী শিক্ষার্থী জাফরান জানিয়েছেন, বিমানটি হঠাৎ করেই কাত হয়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনি লাগে।… এরপরপরই বিমানটি অত্যন্ত নাটকীয়ভাবে নিচে নেমে যায়। সিটবেল্ট না পরা যাত্রীদের অনেকেই সিলিংয়ে পড়ে যান।

লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে আসা বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি থাইল্যান্ডের দিকে ঘুরিয়ে নিতে বাধ্য হন চালকরা। স্থানীয় সময় পৌনে চারটায় বিমানটি ব্যাংককে অবতরণ করে।

ওই ফ্লাইটটিতে মোট ২১১ জন যাত্রী ছিলেন এবং ১৮ জন ক্রু সদস্য ছিলেন। আহত যাত্রীদের থাই কর্তৃপক্ষের সাথে যুক্ত হয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আর তারা একটি প্রতিনিধি দলকেও ব্যাংককে পাঠিয়েছে।

তবে বিমানের অভ্যন্তরে কী ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন