English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

মরিয়ম নওয়াজকে পদোন্নতি দিলেন শেহবাজ শরিফ

- Advertisements -

পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল-এন) পদোন্নতি পেয়েছেন মরিয়ম নওয়াজ। তাকে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ প্রেসিডেন্ট শেহবাজ শরিফ তাকে এ পদোন্নতি দিয়েছেন। এর আগে দলটির ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন মরিয়ম। খরব দ্য ডনের।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ও মুসলিম লিগের তথ্য বিষয়ক সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন।

শেহবাজ শরিফের ইস্যু করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে শেহবাজ শরিফ মরিয়মকে পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ করেছেন, যেটি অনতিবিলম্বে কার্যকর হবে।

এতে আরও বলেছে, এখন থেকে মরিয়ম গোটা দল পুনর্গঠন করবেন। দলের কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে পুনর্গঠনের কাজ করবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে শেহবাজ শরিফ আরও, দলকে নেতৃত্ব দেওয়ার মতো সব ধরনের অভিজ্ঞতা, দৃঢ়তা ও প্রজ্ঞা রয়েছে মরিয়মের। আমার এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, মরিয়ম আমাদের দলকে সুন্দরভাবে সাজাতে পারবেন। তিনি নওয়াজ শরিফের স্বপ্ন পূরণ করতে পারবেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার মরিয়মকে নতুন পদে স্বাগতম জানিয়েছেন। তার কল্যাণ ও সাফল্য কামনা করেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন