১০ কোটি টাকা চাঁদা চেয়ে ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়িকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। দাবি না মেটালে তার ওপর প্রাণঘাতী হামলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
নাগপুর পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ‘মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং নাগপুর অরেঞ্জ সিটি হাসপাতালের বিপরীতে জনসংযোগ দফতরে ৩টি ফোন এসেছে। যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে জয়েশ পূজারি ওরফে জয়েশ কাঁথা বলে পরিচয় দেন। ওই ব্যক্তিই ২ মাস আগে নিতিনকে হুমকি দিয়ে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার রাহুল মদানে জানান, মঙ্গলবার সকালে ফোন আসে বাড়িতে। পরে বেলা ১২টা নাগাদ জনসংযোগ দপ্তরে ২টি ফোন আসে।
পুলিশ জানিয়েছে, কণ্ঠস্বর মিলিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গত ১৪ জানুয়ারি গড়কড়ির দফতরে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল জয়েশ পূজারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সেবারও তিনটি ফোন এসেছিল।