রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ। শুক্রবার ভোরে দফায় দফায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিয়েছে। শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।
সেরহি পপকো আরও বলেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরহি পপকো।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়।