গাছ কাটতে গিয়ে প্রাণ হারলেন বাবা। তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন তার ছেলেও। আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রিমালের তাণ্ডবে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল। তার পেঁচিয়ে থাকার বিষয়টি বুঝতে পারেননি ওই ব্যক্তি। গাছ কাটার জন্য সেটি ছোঁয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চোখের সামনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এগিয়ে যান ছেলে। সেই সময় ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মৃত বাবার নাম ফড়ে সিংহ। তার ছেলে তরুণ সিংহ।
অন্যদিকে রিমালের দাপটে সোমবার সকালে কলকাতায় গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তার নাম রেণুকা মণ্ডল (৮০)। এদিন সকালে খাবার খাওয়ার সময় তার বাটসের চালের উপর একটি ডাল ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। এর আগে কলকাতাতে কার্নিশ ভেঙে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মহম্মদ সাজিব (৫১)। গতকাল রবিবার রাত ১১টার দিকে এন্টালি থানা এলাকায় ঘটনাটি ঘটে।