ভারতের রাজধানী দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ১। আজ রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৮ মিনিটের দিকে এইভূমিকম্প আঘাত আনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতের জাতীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্র জানায়, ফরিদাবাদের হরিয়ানায় এই ভূমিকম্পটি আঘাত আনে। এতে কেঁপে উঠে দিল্লিসহ আশপাশের শহরগুলোও।
এর উৎপত্তি ছিল ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে ও দিল্লি থেকে ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বাসিন্দারা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর ছাড়ছেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে নেপালে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। তবে যদি আইন ও কোড মেনে ভবন তৈরি করা হয় তবে অনেকাংশে ক্ষতি কমানো সম্ভব।