ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক। যে শিশুরা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে ছিল কিংবা সামনে থেকে ভয়াবহতা দেখেছে, তাদের তো সারাজীবনই তাড়া করে বেড়াবে সেই দুঃস্মৃতি।
আতঙ্কিত শিশুদের এই ভয় ভুলিয়ে রাখার উদ্দেশ্যে তুরস্কের ফুটবল মাঠে দেখা গেলো অভাবনীয় এক উদ্যোগ। ইস্তাম্বুলের ফুটবল ক্লাব বেসিকতাসের হাজারও সমর্থক রোববার মাঠে নিয়ে এসেছিলেন খেলনা পুতুলসহ নানা উপহার।
তার্কিশ সুপার লিগের এক ম্যাচের ৪ মিনিট ১৭ সেকেন্ডের মাথায় দর্শকরা তাদের উপহারের পুতুল ছুড়ে মারতে থাকেন মাঠে। মুহূর্তেই খেলনার পাহাড় জমে যায়।