আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন এক নতুন অনুভূতির দিন, ভালোবাসার ডানায় ভর করে ভেসে যাওয়ার দিন। এই দিনে প্রিয়জনের সঙ্গে ভালোবাসার জোয়ারে ভেসে যায় মানুষ। এ বছর তার সঙ্গে আবার বাড়তি পাওনা হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। বসন্তের প্রথম দিনও আজ। মানে, একসঙ্গে তিন উপলক্ষে মেতে ওঠার সুযোগ পেয়েছিল বাংলার মানুষ। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা।
বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠেছে তিলোত্তমা কলকাতা। নগরীর প্রায় প্রতিটি পার্কেই দেখা গেছে যুগলদের উপচেপড়া ভিড়।
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কের কানায় কানায় তরুণ-তরুণীদের ভির। সবুজে মোড়া এক চিলতে জায়গাটিতে দারুণ জমে ওঠে প্রেম। সঙ্গে ঝিলপাড়ের ফুরফুরে হাওয়া মনটাকে ঝেড়েমুছে তকতকে করে দেয় যুগলদের।
পার্কের পাশে অস্থায়ীভাবে তৈরি হওয়া গোলাপের দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল বেশ। এই দিনে গোলাপ ব্যবসায়ীদের লাভ হয়েছে বলাই বাহুল্য। অন্যান্য দিনে একেকটি গোলাপ যেখানে পাঁচ রুপিতে বিক্রি হয়, আজ তার দাম উঠেছে ২০ থেকে ২৫ রুপিতে। কেউ কেউ আবার ভালোবাসা প্রকাশে গোলাপের তোড়া উপহার দিচ্ছেন সঙ্গীকে।
ভিড় ছিল খাবারের হোটেলগুলোতেও। তবে বাঙালি খাবারের চেয়ে চাহিদা বেশি দেখা গেছে চাইনিজ ও মোগলাই খাবারের।