ভারতের জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সাথে হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস সাংসদের মৃত্যুর খবর শুনে রাহুল ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে যান। কংগ্রেস সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
টুইটারে ভগবন্ত মান লিখেছেন, ‘আকস্মিক মৃত্যুতে শোকাহত জলন্ধর কংগ্রেস সাংসদ। তার আত্মা শান্তি কামনা করছি।’
প্রসঙ্গত, গত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড় যাত্রা শুরু হয়েছিল। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এই বছরের ৩০ জানুয়ারি শেষ হবে কংগ্রেসের এই কর্মসূচি। ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হেঁটেছেন বিভিন্ন স্তরের মানুষ। কংগ্রেসের দাবি, এই কর্মসূচি দেশে সাড়া ফেলেছে।